পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের ছেলেটির পরিবারের সঙ্গে যোগাযোগ ছিল। বুধবার সকালে বন্ধুদের সঙ্গে ভোরবেলা মাঠে খেলতে যায় ছেলেটি। তারপর থেকেই সে নিখোঁজ। অনেক ক্ষণ খোঁজাখুঁজির পরেও ছেলেটিকে না পাওয়ায়, তার বাবা মা স্থানীয় থানায় রিপোর্ট করে। পরে বাচ্চা ছেলেটির নিথর দেহ স্থানীয় একটি স্কুলের কাছে পাওয়া যায়। সেখানকার বাসিন্দারা তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে।
advertisement
স্থানীয় পুলিশ অফিসার লক্ষ্মণ কেন্দ্রে বলেছেন, বাচ্চা ছেলেটির সঙ্গে অভিযুক্তদের পারিবারিক সম্পর্ক ছিল। এই খুনের সঙ্গে ছেলেটির বাবা মাও যুক্ত। আসলে ওই অভিযুক্ত কিছু দিন আগে একটি মহিষ কেনে এবং তা কিছু দিন পরে মারা গেলে বাচ্চাটির বাবা মা কালো জাদু করেছে বলে সন্দেহ করে।
অভিযুক্ত দম্পতি প্রতিশোধ নেওয়ার জন্য বাচ্চা ছেলেটিকে খুন করেছে। জানা গিয়েছে, কিছু দিন আগে অভিযুক্ত দম্পতি একটি মোষ কিনেছিল। কিন্তু সে মারা যাওয়ায়, ওই দম্পতি বাচ্চা ছেলেটির পরিবারকে দোষারোপ করে। দম্পতির কথায় কালো জাদু করেছিল বাচ্চা ছেলেটির পরিবার, তাই তাদের সদ্য কেনা মোষ মারা যায়।তিনি আরও জানিয়েছেন, পরিবারের কাছ থেকে প্রতিশোধ নিতে দম্পতি ছেলেটিকে প্রথমে তুলে নিয়ে যায় এবং তারপর বাড়িতে নিয়ে গিয়ে তার শ্বাসরোধ করে হত্যা করে। পরে বাচ্চাটির মৃতদেহ স্কুলের কাছে ফেলে রেখে দেয়।