যুগলের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল বলাগড়ের গুপ্তিপাড়ায়।গুপ্তিপাড়া স্টেশন সংলগ্ন ঝুপরিতে বুধবার সকালে একটি ঘরের মধ্যে একই দড়িতে ঝুলতে দেখা যায় দুজনকে।মৃতের নাম নারু বৈদ্য ও রাধিকা বাঁশফোর।
দুজনেই আলাদা আলাদাভাবে বিবাহিত ৷ এই সম্পর্কটি ছিল বিবাহ বহির্ভূত ৷ দুই পরিবারেই এ নিয়ে অশান্তি হত।দিন চারেক আগে দু‘জনে পালিয়ে যায়।গতকালই ফিরে আসেন।বলাগড় থানার পুলিশের অনুমান আত্মঘাতী হয়েছে দুজনে।মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ।
advertisement
Location :
First Published :
February 06, 2019 8:58 PM IST