রাজস্থানের বাসিন্দা ধর্ষক এই ব্যক্তি বর্তমানে গাজিয়াবাদের লোনি জেলায় বসবাস করে পরিবার নিয়ে। পরিবারে স্ত্রী ছাড়াও তার চার সন্তান রয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকেলে ওই কিশোরী জল আনতে গিয়েছিল। তখনই তাকে সেখানে একা পেয়ে ধর্ষণ করে ব্যক্তি। বাড়ি ফিরে ভয়ে সে ঘটনার কথা বাবা-মাকে জানায়। এরপরেই নাবালিকার বাবা-মা রবিবার রাতেই থানায় গিয়ে অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে।
advertisement
ওই নাবালিকার অভিভাবকরা সংবাদ সংস্থা PTI-কে জানিয়েছে, 'মেয়ে জল আনতে গিয়েছিল রবিবার বিকেলে। তখনই সুযোগ বুঝে ওই তাঁকে ধর্ষণ করে ওই ব্যক্তি।' এ দিনের ঘটনার পরে ওই নাবালিকা স্বাভাবিকভাবেই অত্যন্ত ভয় পেয়ে যায়। তার মেডিক্যাল পরীক্ষা করানোর পাশাপাআশি কাউন্সেলিংও করান হচ্ছে।
এ দিকে, গ্রেফতারির পরে ওই কেরানিকে আদালতে পেশ করা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। প্রসঙ্গত, এ দিনের এই ঘটনার পর থেকে ক্ষভে ফুঁসছেন এলাকার বাসিন্দারা। চলছে বিক্ষোভ, প্রতিবাদ। ফলে কোনওরকম অপ্রিতীকর পরিস্থিতি এড়াতে ধর্মীয় প্রতিষ্ঠান চত্ত্বতে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে।