জানা গিয়েছে, ওই মহিলা যাত্রীর চেক ইন লাগেজে বিভিন্ন প্লাস্টিক কন্টেনারের মধ্যে সাপগুলি রাখা ছিল ৷ ট্যুইটারে ঘটনার ছবি ভাইরালও হয়ে যায় ৷ এভাবে সাপ নিয়ে কেউ বিমানে সফর করছে, এমন নজির খুবই কম ৷ সাপগুলি বাজেয়াপ্ত করেছেন বন দফতরের আধিকারিকরা ৷
advertisement
Location :
Chennai,Chennai,Tamil Nadu
First Published :
May 01, 2023 9:10 AM IST