উল্লেখ্য, প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে হুগলির বাসিন্দা প্রোমোটার অয়ন শীলের বাড়ি ও অফিসে অভিযান চালিয়ে সামনে আসে পুরসভা নিয়োগ দুর্নীতি। অয়ন শীলের সংস্থা এবিএস ইনফো জোন প্রাইভেট লিমিটেড থার্ড পার্টি হিসেবে বিগত কয়েক বছর একাধিক পুরসভার বিভিন্ন পদে নিয়োগের কাজ করেছে। আর তাতেই টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে বলে অভিযোগ।
advertisement
আরও পড়ুনঃ মঙ্গলবার ইডি দফতরে হাজিরা দেবেন? ঘনিষ্টমহলে বড় সিদ্ধান্ত জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তে নেমেছে সিবিআই ও ইডি, দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রাথমিক ভাবে তথ্য সংগ্রহের কাজ শেষ করেই বুধবার ২০টি জায়গায় অভিযান চালায় সিবিআই। যার মধ্যে উত্তর ২৪ পরগণা ও নদিয়া জেলা মিলিয়ে ১৪ পুরসভা রয়েছে। যেখানে অভিযান চালিয়ে একাধিক নথি, হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করা হয়েচে হলে সিবিআই সূত্রে খবর। পাশাপাশি একাধিক পুরসভার চেয়ারম্যান, এক্সজিকিউটিভ অফিসারদের দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ চালায় সিবিআই।
সূত্রের দাবি, এই অভিযানে যে সমস্ত নথি পেয়েতে সিবিআই, তাতে বিভিন্ন পুরসভার ইলেকট্রিক্যাল, জল সরবরাহ, ট্রান্সপোর্টের মতও দফতরে নিয়োগ করা হয়েছে। শূন্য পদে লোক নেওয়া হয়েছে টাইপিস্ট, পিওন, মজদুর, নিকাশির মতও ক্ষেত্রেও । আর তাতেই লক্ষ লক্ষ টাকার লেনদেন হয়েছে বলে অভিযোগ কেন্দ্রীয় দুই তদন্তকারী সংস্থার।
সিবিআই সূত্রে খবর, বিভিন্ন পুরসভাতে অভিযান চালানোর সময় খতিয়ে দেখা হয়েছে, কী ভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে? কত টাকার লেনদেন হয়েছে? এই নিয়োগ কি সম্পূর্ণ হয়েছে এবিএস ইনফো জোনের মাধ্যমে না কি পুরসভার আধিকারিকরাও নিজেরা ইন্টারভিউ চালিয়েছেন? প্রয়োজনে আগামী দিনে এজেন্ট ও পুরসভার বিভিন্ন আধিকারিকদের তলব করা হতে পারে বলে সিবিআই সূত্রে খবর।
Amit Sarkar
