ব্যবসায়ীর অভিযোগ, কয়েক মাস আগে তিনি একটি নামী OTT প্ল্যাটফর্মে ১৪৯ টাকার সাবস্ক্রিপশন করেন, তারপর থেকে প্রতিমাসে অটোমেটিক তাঁর অ্যাকাউন্ট থেকে ওই OTT প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশনের জন্য ১৪৯ টাকা কেটে নেওয়া হত। মঙ্গলবার দুপুর দু’টো নাগাদ তাঁর ফোন থেকে পুনরায় ১৪৯ টাকা কেটে নেওয়া হয়।
আরও পড়ুনঃ জিমে না গিয়েও চাবুক চেহারা! পুজোর আগে ‘এই’ ছোট্ট উপায়ে হুড়মুড়িয়ে কমান ভুঁড়ি
advertisement
ব্যবসায়ীর দাবি, তিনি সাবস্ক্রিপশন রিনিউ বন্ধ করার জন্য গুগল থেকে OTT প্ল্যাটফর্মের হেল্পডেক্স নম্বর সার্চ করেন। সেখানে নম্বর পেয়ে ফোন করেন। সেই সময় হোয়াটসঅ্যাপে একটি লিঙ্ক পাঠিয়ে তাঁকে ক্লিক করতে বলা হয়। তিনি ক্লিক করতেই সব শেষ…!
ব্যবসায়ীর অভিযোগ, কিছুক্ষণের মধ্যেই দফায় দফায় তাঁর অ্যাকাউন্ট থেকে চার দফায় মোট ২,৫৪,০৬৪ টাকা কেটে নেওয়া হয়। ইতিমধ্যেই তিনি কাটোয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বুধবার বর্ধমানে সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানান।