পুলিশ সূত্রে খবর, মিনাখাঁ থানার পুলিশ জানতে পারে বাংলাদেশের কোনও এক এজেন্টের কাছ থেকে পাখিগুলো সংগ্রহ করে ওই ব্যক্তি কলকাতায় নিয়ে যাচ্ছিল। সঙ্গে সঙ্গে মিনাখাঁর চৈতলের বাসিন্দা, রফিকুল গাজিকে গ্রেফতার করে মিনাখাঁ থানার পুলিশ। তার কাছে থাকা তিন ধরনের মোট ২৫ টি বিদেশি পাখি উদ্ধার হয়েছে।
advertisement
আরও পড়ুন: 'আপ-কে ভেঙে দিন, তাহলেই সিবিআই-ইডি থেকে রেহাই', বিস্ফোরক মেসেজ সিসোদিয়ার কাছে!
আরও পড়ুন: থিম বিশ্বরূপেণ সংস্থিতা, আস্ত প্যান্ডেল কোন্নগড় থেকে উড়ে যাবে ক্যালিফোর্নিয়া!
উদ্ধার হওয়া এই ২৫টি পাখির বর্তমান বাজার মূল্য প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকা। উদ্ধার করা ওই পাখিগুলোকে মিনাখাঁ বনদফতরের হাতে তুলে দেয় পুলিশ। পাশাপাশি গ্রেফতার রফিকুল গাজিকে সোমবার বসিরহাট মহাকুমা আদালতে তোলে মিনাখাঁ থানার পুলিশ।
advertisement
জিয়াউল আলম
Location :
First Published :
August 22, 2022 3:11 PM IST