পুলিশ বলছে, মদের আসরে বচসার জেরেই খুন। বারুইপুরে শুটআউটে দু’জনের খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বারুইপুরের নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের গৌড়দায় শুটআউট হয়। অভিযোগ, ভাইপোর গুলিতে নিহত হন কাকা এবং তাঁর সঙ্গী। স্থানীয়দের দাবি, মঙ্গলবার গভীর রাতে মেলা থেকে বাড়ি ফিরছিলেন সাজ্জাত মণ্ডল এবং তাঁর সঙ্গী সারফুদ্দিন লস্কর।সাজ্জাতের কাছে এক লক্ষ টাকা ছিল। অভিযোগ সেই টাকা লুঠের চেষ্টা করেন সাজ্জাতের ভাইপো আবদুল হামিদ ওরফে বলাই।
advertisement
আরও পড়ুন- গ্রহের গোচরে বছর শেষে ধনবান হতে চলেছেন এই রাশির জাতক-জাতিকারা! কিন্তু কীভাবে আসবে অর্থ?
বাধা পেয়ে প্রথমে সারফুদ্দিনকে গুলি করে খুন করে। তারপরে কাকাকে । কাকা-ভাইপোর বাড়ি একই এলায়। ক্ষিপ্ত বাসিন্দারা অভিযুক্ত ভাইপো আবদুল হামিদের বাড়িতে চড়াও হন। প্রথমে ভাঙচুর। তারপরে আগুন লাগিয়ে দেওয়া হয়। দমকল এসে আগুন নেভানোর কাজে হাত লাগায়। মদের আসরে বচসার জের। সেখান থেকেই জোড়া খুনের ঘটনা সূত্রপাত। বলছেন অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ। অভিযুক্তের ভাইকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।
গভীর রাতে শুটআউট। বুধবার দিনভর থমথমে ছিল বারুইপুরের নবগ্রামের গৌড়দা। এলাকায় চলছে পুলিশি টহল। বসানো হয়েছে পুলিশ পিকেটও। মোটা টাকা লুঠে বাধা দেওয়াতেই খুন বলে প্রাথমিক তদন্তে মনে করছে তদন্তকারীরা। এদিকে এই ঘটনার পর বুধবার গ্রামে যান বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিভাস সর্দার। নিহতদের পরিবারের সঙ্গে দেখা করে অবিলম্বে দোষীদের গ্রেফতারের আশ্বাস দেন বিধায়ক। তবে ঠিক কী কারণে এই খুন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। যদিও তদন্তকারী পুলিশ আধিকারিকদের কথায়, ‘‘প্রাথমিকভাবে টাকা লেনদেনের তথ্য সামনে এসেছে। সমস্ত দিক খতিয়ে দেখে শীঘ্রই জোড়া খুন রহস্যের কিনারা করা হবে।’’
