ঠিক যেদিন কানপুর শ্যুটআউট হয়েছিল সেদিন হত্যালীলা চালানোর পরেই বিকাশের অন্যতম সঙ্গী গুর্গে শশীকান্তের স্ত্রী তার বৌদিকে ফোন করেছিলেন ৷ সেই ফোনে শশীকান্তের বউ পরিষ্কার বিবরণ দিয়েছিলেন গুলির লড়াই ঠিক কী রকম হয়েছে আর তাতে নিহত পুলিশকর্মীদের মৃতদেহ বাড়ির উঠোনেই পড়ে রয়েছে ৷
নিউজ18-এর হাতে এসেছে সেই মহা গুরুত্বপূর্ণ ফোনের রেকর্ডিং ৷ এই অডিও-তে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা একেবারেই শ্যুটআউটের পরেই ফোন গিয়েছিল কারণ তখনও ঘটনাস্থলে পুলিশ পৌঁছয়নি ৷ এই ফোনেই পরিষ্কার যে বিকাশ দুবেই পুলিশদের গুলি করে মেরেছিল ৷
advertisement
সেই ফোনের রেকর্ডিংয়ে পরিষ্কার, শশীকান্তের স্ত্রী বলেছেন, ‘ ভাবি দো লাশ ঘর কে বাহার অউর এক আঙ্গন মে পড়ি হ্যায় ’ , শুনে নিন সেই ফোনের রেকর্ডিং ৷
শশীকান্তের স্ত্রী-র উত্তরের পর তার বৌদি বলে, লাশ কি পুলিশের, এরপর আরও একটা প্রশ্ন করার পর বৌদি জিজ্ঞাসা করে কে মারল পুলিশদের ৷ তার উত্তরে শশীকান্তের বউ বলে, ‘বিকাশ ভাইয়া অউর ইন লোগো নে মিলকর মারা হ্যায়’৷
মারার পরেই বিকাশ ও তার সঙ্গী পালিয়ে গেছে বলে জানায় শশীকান্তের বউ৷ ফোনেই জিজ্ঞাসা করে যে সে ফোন সুইচ অফ করবে কিনা ৷ তখন তার বৌদি তাকে বলে আগে সব নম্বর ডিলিট করে মোবাইলের ব্যাটারি খুলে রাখতে ৷ এরপর তিনি তাকে আরও পরামর্শ দেন, কেউ কিছু জিজ্ঞাসা করলে বলতে হবে সে কিছুই জানে না ৷ এরপর শশীকান্তের বউ আবার জিজ্ঞাসা করে পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করলে কী হবে ৷
এই ফোন রেকর্ডিং এই মুহূর্তে ভাইরাল ৷ আর এই ফোন থেকেই প্রমাণিত যে শশীকান্তের স্ত্রী এই শ্যুটআউটের সাক্ষী ৷ তবে সে পুলিশি জেরায় কিছুই বলেনি ৷ এবার ফের একবার পুলিশ শশীকান্তের বউকে জেরা করবে ৷
এদিকে ৫০ হাজার টাকার পুরস্কার মূল্য থাকা শশীকান্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ ৷