আরিয়ান খান গ্রেফতার হওয়ার পর এক ব্যক্তিকে তাঁর সঙ্গে সেলফি তুলতে দেখা যায় ৷ সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে খুব বেশি সময় লাগেনি ৷ পরে অবশ্য জানা যায়, ওই ব্যক্তির পরিচয় ৷ প্রথমে তিনি এনসিবি-র কোনও আধিকারিক বলে মনে করা হলেও এনসিবি-র পক্ষ থেকে জানানো হয়, ওই ব্যক্তির নাম কিরণ পি গোসাভি ৷ এবং তিনি নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর সঙ্গে কোনওভাবেই যুক্ত নয় ৷ কিরণের সহযোগী প্রভাকর সেইল দাবি করেছেন, তদন্তকারী সংস্থার আধিকারিকরা তাকে সাদা কাগজে সই করিয়েছে। এনসিবি আধিকারিক সমীর ওয়াংখেড়়ের থেকে বিপদের আশঙ্কা করছেন বলেও জানিয়েছেন তিনি।কিরণের দেহরক্ষী বলে নিজের পরিচয় দিয়ে প্রভাকর দাবি করেন, শাহরুখ-পুত্রের বিরুদ্ধে মুখ খুলতে কোটি কোটি টাকার চু্ক্তি হয়েছে বলেও তিনি শুনেছেন।
সম্প্রতি শাহরুখ পুত্রের হয়ে সওয়াল করেছেন বলিউডের অনেক তারকারাই ৷ তাঁদের অনেকেরই বক্তব্য আরিয়ানকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে ৷ এর পিছনে অনেকে রাজনৈতিক অভিসন্ধিও দেখছেন ৷ এই আবহে টাকার বিনিময়ে সাক্ষী জোগাড়ের এই ঘটনা আরিয়ান-বিতর্ককে বাড়তি মাত্রা দিল। এনসিবি-র পক্ষ থেকে অবশ্য এই অভিযোগ পুরোপুরি উড়িয়ে দেওয়া হয়েছে ৷ কিন্তু তাতেও বিতর্ক থামছে না ৷ বরং মাদক মামলায় আরও নানারকম প্রশ্ন উঠতে শুরু করেছে ৷
