TRENDING:

Anubrata Mondal|| এখনই জরুরি চিকিৎসার প্রয়োজন নেই, চিকিৎসকদের বয়ানে আরও বড় ফ্যাসাদে অনুব্রত মণ্ডল

Last Updated:

Anubrata Mondal Medical Update : এই মুহূর্তে বিশেষ এমার্জেন্সি নেই অনুব্রত মণ্ডলের। নেই সার্জিক্যাল এমার্জেন্সিও।শারীরিক সমস্যার জন্য যে সমস্ত ওষুধ তিনি খাচ্ছেন, সেগুলি যথেষ্ট বলে জানিয়েছেন চিকিৎসকরা। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আসানসোল: সকাল থেকেই চলছিল তোড়জোড়। তারপর বেলা একটু বাড়তেই অনুব্রত মণ্ডলকে আসানসোল সংশোধনাগার থেকে নিয়ে গাড়ি রওনা দিল জেলা হাসপাতালের দিকে। জেলা হাসপাতালেও সকাল থেকে ছিল প্রস্তুতি। মোতায়েন করা হয়েছিল প্রচুর পুলিশ। অনুব্রত মণ্ডলকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য।
advertisement

শুক্রবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতে ভার্চুয়াল সুনামির সময় তিনি জানিয়েছিলেন, তিনি ফিসচুলায় কষ্ট পাচ্ছেন। চিকিৎসা প্রয়োজন। বিচারক নির্দেশ দিয়েছিলেন, যথাসাধ্য ভাল চিকিৎসা দেওয়ার। এরপর এ দিন শনিবার অনুব্রত মণ্ডলকে নিয়ে যাওয়া হয়েছিল আসানসোল জেলা হাসপাতালে। তবে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন, এই মুহূর্তে বিশেষ এমার্জেন্সি নেই অনুব্রত মণ্ডলের। নেই সার্জিক্যাল এমার্জেন্সিও।শারীরিক সমস্যার জন্য যে সমস্ত ওষুধ তিনি খাচ্ছেন, সেগুলি যথেষ্ট বলে জানিয়েছেন চিকিৎসকরা।

advertisement

আরও পড়ুনঃ কলকাতার পাশেই আছে আর এক 'কলিকাতা'! জানেন কোথায় এই ‌যমজ শহর?

প্রসঙ্গত, এদিন আসানসোল জেলা হাসপাতালে অনুব্রত মণ্ডলের চিকিৎসার জন্য মেডিসিন বিভাগ ছাড়াও সার্জিক্যাল বিভাগের চিকিৎসক এবং দুজন নার্স ছিলেন। তবে পরীক্ষা-নিরীক্ষার পর তাঁরা জানিয়ে দিয়েছেন, এই মুহূর্তে বিশেষ মেডিকেল এমার্জেন্সি নেই তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের।

advertisement

উল্লেখ্য, এ দিন সকাল সাড়ে দশটার পর গরু পাচার মামলায় অন্যতম অভিযুক্ত অনুব্রত মণ্ডলকে আসানসোল বিশেষ সংশোধনাগার থেকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। তার জন্য হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের কিছুটা অংশ কড়া পুলিশি নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছিল। উপস্থিত ছিলেন পুলিশের উচ্চ পদস্থ কর্তারা। হাসপাতালে পৌঁছনোর পর প্রায় ৩০ মিনিট ধরে অনুব্রত মণ্ডলের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করেন চিকিৎসকদের একটি প্রতিনিধি দল।

advertisement

অনুব্রত মণ্ডলের শারীরিক পরীক্ষা-নিরীক্ষার বিষয়ে হাসপাতাল সুপার নিখিল চন্দ্র দাস বলেন, সার্জিক্যাল ও মেডিসিনের ডাক্তাররা চিকিৎসা করেছেন। এই মুহূর্তে সার্জিক্যাল কোনও এমার্জেন্সি নেই। এ দিন অনুব্রত মণ্ডলের ব্লাড প্রেসার ছিল ১০৬/৮০ , পালস রেট ৮২ , অক্সিজেন মাত্রা ৯৬ শতাংশ ও ওজন ৯৫ কেজি।

সেরা ভিডিও

আরও দেখুন
উৎসবের মরশুমে শুরু হয়ে গেল বই পার্বণ! কোথায় হচ্ছে, কতদিন চলবে জানুন
আরও দেখুন

Nayan Ghosh

বাংলা খবর/ খবর/ক্রাইম/
Anubrata Mondal|| এখনই জরুরি চিকিৎসার প্রয়োজন নেই, চিকিৎসকদের বয়ানে আরও বড় ফ্যাসাদে অনুব্রত মণ্ডল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল