বিকাশের ডানহাত শশীকান্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ ৷ এই অবস্থায় পুলিশের তদন্তের মোড় ঘুরিয়ে দিচ্ছে শশীকান্তের বউয়ের একাধিক ফোনকল ৷ একের পর এক তার ফোনের অডিও ক্লিপ এখন ভাইরাল ৷ এনকাউন্টারে বিকাশ তার সঙ্গীরা কী করেছিল তার বিবরণ সে একের পর এক ফোনকলে নিজের আত্মীয়দের জানিয়েছিল ৷ এরইমধ্যে লুঠ হওয়া একে ৪৭ উদ্ধার হয়েছে দুষ্কৃতী বিকাশে দুবের বাড়ি থেকে ৷
advertisement
নতুন যে অডিও ক্লিপ সামনে এসেছে তাতে নিজের ভাইয়ের সঙ্গে কথা বলছে ৷ সেখানে মনু পান্ডে জানিয়েছে তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে ফলে সে তার ফোন থেকে সব নম্বর ডিলিট করে দিচ্ছে ৷ সে আরও বলে মোবাইলটি সে মাটিতে পুঁতে দিচ্ছে আর সে এও বলে আমি কোনও নাম নেব না কিন্তু যে যেখানে আছে সেখানে সে সুরক্ষিত আছে ৷ চিন্তা করার কোনও দরকার নেই৷
এদিকে শশীকান্তের স্ত্রী বারবার তার ভাইকে জোর দিয়ে বলে বাড়ির যত আত্মীয় আছে তাদের সকলের ফোন থেকে তার ও তার স্বামীর নম্বর ডিলিট করে দিতে ৷ সে তার ভাইকে এও বলে আশেপাশে পুলিশ থাকলে তাকে কেশএ ইঙ্গিত দিতে বলে ৷ আর একদম শেষে বলে শুধুমাত্র 8858 এই নম্বরটা রেখে বাকি সব নম্বর ডিলিট করে দিতে ৷ কারণ বাকি সব নম্বরে আর কথা বলা যাবে না ৷ সে এও বলে একটি সিম ভেঙে সে চিবিয়ে খেয়ে নিয়েছে ৷ সশশীকান্তের স্ত্রী তার ভাইকেও বলে তার নম্বর ডিলিট করে দিতে ৷
এদিকে পুলিশের জারি করা এই ফোনের কথাকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে সে এমনিই তার ভাইকে ফোন করছিল সব ঠিক আছে কিনা জানাতে ৷ পাশাপাশি সে এও বলে তার স্বামী সেদিন গ্রাম ছেড়ে চলে যাচ্ছিল তাই সে খবর তার আগে দিয়েছিল ৷