আরুষি হত্যাকাণ্ডের ন'বছর পর বাবা রাজেশ ও মা নুপুর তলোয়ারকে বৃহস্পতিবারই বেকসুর খালাস ঘোষণা করে এলাহাবাদ হাইকোর্ট।
যথেষ্ট তথ্যপ্রমাণ না মেলায় বেনিফিট অফ ডাউট দেয় আদালত। ২০০৮ সালের ১৬ই মে নয়ডার বাড়িতে উদ্ধার হয় আরুষি তলোয়ারের রক্তাক্ত দেহ। একদিন পর উদ্ধার হয় পরিচারক হেমরাজের দেহ। তবে তলোয়ার দম্পতি মুক্তি পেলেও দু'টি খুনের রহস্যভেদ এখনও হল না।
advertisement
Location :
First Published :
Oct 14, 2017 11:38 AM IST
