ফাঁসিদেওয়ার ঘোষপুকুর বাস টার্মিনাসের পাশে ছেলে আর মেয়েকে নিয়ে থাকতেন মা৷ মঙ্গলবার রাতে হঠাৎই তাঁর তিন বছরের শিশুকন্যা নিখোঁজ হয়ে যায়৷ ঘটনার পর রাতভর খুঁজেও মেয়েকে পাননি মা৷ সকালে ট্রাক টার্মিনাসের পাশেই রক্তাক্ত অবস্থায় মেয়েকে পড়ে থাকতে দেখেন ওই মহিলা৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ৷ দ্রুত ওই তিন বছরের মেয়েটিকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে পাঠানো হয়৷ সেখানে তাঁর চিকিৎসা চলছে৷
advertisement
স্থানীয় বাসিন্দা ও ওই মহিলার অভিযোগ পাশবিক অত্যাচার করা হয়েছে ওই শিশুর উপর৷ অত্যাচার করে ধর্ষণ করা হয়েছে ওই িশশুকে৷ ঘটনার পর দাবি উঠেছে বিচারের৷ ঘটনার সঙ্গে যারা জড়িত দ্রুত তাদের গ্রেফতার করে শাস্তির দাবি তুলেছেন স্থানীয়রা৷ যাতে অভিযুক্তদের কঠোর শাস্তি হয়, সেই দাবি তোলা হয়েছে৷ সব মিলিয়ে এই নারকীয় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়৷
বিশ্বজিৎ মিশ্র