TRENDING:

কয়েক ঘণ্টা সংখ্যালঘু যুবককে প্রহার ! বলতে হবে জয় শ্রীরাম, কেঁপে কেঁপে বেরিয়েছে শেষ নিঃশ্বাস

Last Updated:

জনতার রোষ আছড়ে পড়ে, কয়েক ঘণ্টা ধরে প্রহার করা হয়েছিল ধৃত যুবককে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ঝাড়খণ্ড: ফের জয় শ্রীরাম ধ্বনি নিয়ে রাজনীতি এবার আর রাজনীতিতেই সীমাবদ্ধ থাকলনা ৷ কেড়ে নিল নিরীহের প্রাণও ৷ এমনই চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে ৷ ঝাড়খণ্ডে খরসাবত জেলায় তোর সন্দেহে এক সংখ্যা লঘু যুবককে বিদ্যুতের স্তম্বের সঙ্গে বেঁধে ব্যাপক মারধর করেছে ৷
advertisement

advertisement

গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয়েছে ওই যুবকের ৷ এখানেই শেষ নয় জনতার ভিড়ে বারবার তাকে বাধ্য করেছে জয় শ্রীরাম বলতে ৷ পুলিশ সূত্রে খবর ২৪ বছরের মৃত যুবকের নাম তবরেজ অন্সারি, তিনি তাঁর গ্রামে ফিরে যাচ্ছিলেন ৷ তখনই তাঁকে চোর সন্দেহে প্রহার করা হয়েছিল ৷

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

সূত্রের খবর ওই যুবককে বেঁধে চারদিক থেকে জনতা ঘিরে ফেলেছিলেন, জনতার রোষ আছড়ে পড়ে, কয়েক ঘণ্টা ধরে প্রহার করা হয়েছিল ধৃত যুবককে ৷ ১৮ জুন পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল অভিযুক্তকে আদালত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিল ৷ ২২ জুন অভিযুক্তের অবস্থার অবনতি হওয়াতে হাসপাতালে ভর্তি করা হয়েছিল সেখানে মৃত্যু হয়েছে যুবকের ৷

advertisement

বাংলা খবর/ খবর/ক্রাইম/
কয়েক ঘণ্টা সংখ্যালঘু যুবককে প্রহার ! বলতে হবে জয় শ্রীরাম, কেঁপে কেঁপে বেরিয়েছে শেষ নিঃশ্বাস