advertisement
গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয়েছে ওই যুবকের ৷ এখানেই শেষ নয় জনতার ভিড়ে বারবার তাকে বাধ্য করেছে জয় শ্রীরাম বলতে ৷ পুলিশ সূত্রে খবর ২৪ বছরের মৃত যুবকের নাম তবরেজ অন্সারি, তিনি তাঁর গ্রামে ফিরে যাচ্ছিলেন ৷ তখনই তাঁকে চোর সন্দেহে প্রহার করা হয়েছিল ৷
সূত্রের খবর ওই যুবককে বেঁধে চারদিক থেকে জনতা ঘিরে ফেলেছিলেন, জনতার রোষ আছড়ে পড়ে, কয়েক ঘণ্টা ধরে প্রহার করা হয়েছিল ধৃত যুবককে ৷ ১৮ জুন পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল অভিযুক্তকে আদালত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিল ৷ ২২ জুন অভিযুক্তের অবস্থার অবনতি হওয়াতে হাসপাতালে ভর্তি করা হয়েছিল সেখানে মৃত্যু হয়েছে যুবকের ৷
advertisement
Location :
First Published :
June 24, 2019 9:23 AM IST