TRENDING:

স্বামীর পরকীয়ার প্রতিবাদ ! স্ত্রীকে পুড়িয়ে মারার চক্রান্ত স্বামীর, মৃত্যুর সঙ্গে পাঞ্জা গৃহবধূর

Last Updated:

ঘরের দরজা বন্ধ করে স্ত্রীর গায়ে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে মেরে ফেলার চেষ্টায় অভিযুক্ত স্বামী

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বনগাঁ: দীপাবলির আলো ম্লান, মায়ের পায়ে মাথা ঠুকে মানত একটাই মেয়েকে ফিরিয়ে দাও মঙ্গলবার সারা দেশ যখন দীপাবলির আলোর রোশনাইয়ে আনন্দে মাতোয়ারা ৷ ঠিক তখনই আধপোড়া মেয়েকে সুস্থ করে ফেরাতে মায়ের কাছে মাথা ঠুকে চলেছেন সত্তোর উর্ধ্ব বৃদ্ধ বাবা-মা ৷ ঘরের বিছানায় পড়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে মেয়ে ৷ বনগাঁ থানার শক্তি গড় এলাকার বাসিন্দা বছর আশির কেনারাম দাস ও তাঁর স্ত্রী রাণু দাস ৷
advertisement

বছর কুড়ি আগে কল্যাণী থানার গয়েশ পুর এলাকায় বিশ্বনাথ নামে এক যুবকের সঙ্গে ছোট মেয়ে মীনার বিয়ে দিয়েছিলেন কেনারামবাবু ৷ বিয়ের পর থেকেই স্ত্রীর ওপর অত্যাচার করতেন স্বামী ৷ দাঁতে দাঁত চেপে লড়াই করে নীরবে দিনের পর দিন স্বামীর অত্যাচার সহ্য করেছে মীনা ৷ বৃদ্ধ বাবা মা যাতে কষ্ট না পাই সেই জন্য কখনও বাপের বাড়ির কাউকে স্বামীর অত্যাচার জানতে দেয়নি ৷ স্বামীর পরকীয়ায় প্রতিবাদ করেছিলেন গৃহবধূ ৷ এই তাঁর অপরাধ ৷

advertisement

সেই অপরাধে গত ২২ অক্টোবর রাতে ঘরের দরজা বন্ধ করে স্ত্রীর গায়ে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে মেরে ফেলার চেষ্টা করে অভিযুক্ত স্বামী ৷ জ্বলন্ত শরীরে মীনার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে ঘরের দরজা ভেঙে তাঁকে উদ্ধার করে কল্যাণী হাসপাতালে নিয়ে যায় ৷ ঘটনার খবর পেয়ে মেয়ের শ্বশুরবাড়িতে ছুটে গিয়েছিল বৃদ্ধ বাবা কেন রাম ও মা রাণুদেবী ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

হাসপাতালে কিছুদিন রাখার পর মেয়ে মীনাকে নিয়ে বাপের বাড়িতে চলে আসেন বৃদ্ধ বাবা মা ৷ বর্তমানে বাপের বাড়িতে আধপোড়া শরীর নিয়ে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন গৃহবধূ ৷ বাড়ির মন্দিরে মায়ের পায়ে মাথা ঠুকে মানত করেছেন মা রাণুদেবী ৷ মেয়ে সুস্থ হলে তবেই দীপাবলির প্রদীপ জ্বলবে ৷ আবার আলোর রোশনাইয়ে ফুটে উঠবে গোটা বাড়ি ৷

advertisement

বাংলা খবর/ খবর/ক্রাইম/
স্বামীর পরকীয়ার প্রতিবাদ ! স্ত্রীকে পুড়িয়ে মারার চক্রান্ত স্বামীর, মৃত্যুর সঙ্গে পাঞ্জা গৃহবধূর