গত বুধবার বাজি ফাটানোর নাম করে পাশের বাড়ির ৩ বছরের ছোট শিশুকন্যাকে ডেকে নিয়ে গিয়েছিল প্রতিবেশী ‘দাদা’ ৷ এরপরেই তার মুখে চকলেট বোমা ঢুকিয়ে দেয় হরপাল নামের ওই যুবক ৷ তারপর সলতে বের করে তাতে ধরিয়ে দেয় আগুন ৷ মুহূর্তের মধ্যে বিকট শব্দ ৷ নরম তুলতুলে মুখের মধ্যেই ফেটে যায় বোমাটি ৷ ছিন্নভিন্ন হয়ে যায় শিশুটির মুখ ৷ ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের মেরঠে ৷
advertisement
স্থানীয়রা ওই শিশু ও অন্যান্য বাচ্চাদের কান্নাকাটি শুনে সঙ্গে সঙ্গে ছুটে যান এলাকায়। শিশুটিতে ক্ষতবিক্ষত রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে কাতরাতে দেখেন। পাশের অন্যান্য শিশুরা তখন জানায় ওই যুবক কী কাণ্ড ঘটিয়েছে ৷ তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয় শিশুটিকে ৷
শিশুটিকে দেখে শিউরে ওঠেন চিকিৎসকরাও ৷ তার মুখ ও শ্বাসনালী ছিন্নভিন্ন হয়ে গিয়েছে ৷ মুখে ৫০টি সেলাই পড়েছে শিশুটির ৷ তবে চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক ৷ হাসপাতেলর বিছানায় এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছে সে ৷
শিশুটির বাবা শশী কুমার পুলিশে অভিযোগ দায়ের করেছেন ৷ পরিবারের অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ ৷ তবে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত যুবক হরপাল ৷