মোট ধর্ষণের মামলার ৯৩.১ শতাংশ ক্ষেত্রেই দেখা গিয়েছে, ধর্ষক ধর্ষিতার পূর্বপরিচিত ৷ ৩০,২৯৯ ধর্ষণে অপরাধী নিকটাত্মীয় ৷ ৩,১৫৫ ক্ষেত্রে ধর্ষক পরিবারের মানুষ, বাড়িতেই থাকেন ৷ ১৬,৫৯১ ক্ষেত্রে ধর্ষক আত্মীয়, বন্ধু, পরিচারক, অফিসের বস, প্রতিবেশী বা অন্য চেনা কোনও ব্যক্তি ৷ ১০ হাজার ৫৫৩টি কেসে অভিযুক্ত বন্ধু, অনলাইনে আলাপ হওয়া ব্যক্তি, লিভ-ইন পার্টনার বা বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়া স্বামী ধর্ষক৷
advertisement
দেশে অপরাধের তালিকায় শীর্ষে যোগীর উত্তরপ্রদেশ। দেশের অপরাধের ১০.১ শতাংশই বিজেপির উত্তরপ্রদেশে। তালিকায় দ্বিতীয় বিজেপি-শিবসেনার মহারাষ্ট্র। অপরাধ কমছে বাংলায়। জানিয়েছে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো। ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত দেশের অপরাধের সংখ্যা প্রকাশ করেছে এনসিআরবি। রিপোর্ট বলছে, ২০১৬-র তুলনায় ২০১৭-য়ে অপরাধের সংখ্যা কমেছে বাংলায়।
NCRB এর তরফে জানানো হয়েছে ৷ দেশের বিভিন্ন প্রান্তে প্রত্যেক ৫ মিনিটে বধূ নির্যাতনের ঘটনা ঘটে থাকে ৷ প্রত্যেক ১৬ মিনিটে ধর্ষণের মতো জঘন্য অপরাধের শিকার হয় মহিলারা ৷ ধর্ষণের চেষ্টার ঘটনা ঘটে প্রত্যেক ২ ঘণ্টায় ৷ গণধর্ষণ ও খুনের ঘটনা ঘটে প্রত্যেক ১ দিন ১৫ মিনিটে ৷ সমীক্ষায় জানা গিয়েছে ১৮ থেকে ৩০ বছরের মেয়েরা সবচেয়ে বেশি ধর্ষণের শিকার হয় ৷
এর পাশাপাশি অ্যাসিড হামলার ঘটনা ঘটে প্রত্যেক আড়াই দিনে ৷ পণের জন্য মৃত্যুর ঘটনা ঘটে প্রত্যেক ১ ঘণ্টা ৭ মিনিটে ৷ বধূ নির্যাতনের ঘটনা ঘটে প্রত্যেক ৫ মিনিটে ৷ নারী পাচারের ঘটনা ঘটে প্রত্যেক ২ দিন ও ৪ ঘণ্টায় ৷ শ্লীলতাহানির ঘটনা ঘটে প্রত্যেক ৬ মিনিটে ৷