এইরকম ভাবে ২ মাসে মোট সাতবার ধর্ষণ হয়েছিল ৷ এই ধরণের শারীরিক ও মানসিক ভাবে ভেঙে পড়তে শুরু করে মেয়েটি ৷ মেয়ের আচার ব্যবহার দেখে মায়ের সন্দেহ হওয়ায় ধর্ষিতার মা তাকে জিজ্ঞাসাবাদ করে ৷ এরপর আর এই নৃশংস অত্যাচারের খবর মেয়েটি চেপে রাখতে পারে না ৷ কিশোরীটি তার মা কে বলে দেয় গত দু মাস ধরে তাকে ব্ল্যাকমেল করে রেপ করা হচ্ছে ৷
advertisement
এরপর মেয়েটিকে নিয়ে তার মা ডাক্তারখানায় নিয়ে গেলে রেপের আরও মর্মান্তিক ফলও সামনে আসে, জানা যায় মেয়েটি প্রেগন্যান্ট ৷ এরপর পুলিশে অভিযোগ দায়ের করা হয় ৷ অভিযুক্তকে পকসো আইনে গ্রেফতার করা হয়েছে ৷
Location :
First Published :
June 02, 2020 4:44 PM IST