জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত ৮:৩০টা নাগাদ দুই বন্ধুর সঙ্গে হাটতে বেরিয়েছিলেন দুই তরুণী ৷ হাঁটতে হাঁটতে মেট্রো স্টেশনের কাছে একটি নির্জন জায়গায় চলে যায় তারা ৷ আমান বিহার এলাকার মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে একটি পার্কের ঘটনা । সেখানেই তাদের উপরে হামলা চালায় ধর্ষকরা ৷
পার্কে উপস্থিত চারজন ব্যক্তি যুবক যুবতীদের দেখে তাদের উপর হামলা চালায় ৷ প্রথমে যুবকদের বেধড়ক মারধর করেন অভিযুক্তরা ৷ তারপর তাদের আটকে রেখে তাদের সামনেই তরুণীদের ধর্ষণ করে ৷
advertisement
এরপর পুলিশে যাতে খবর না দেওয়া হয় সেই বিষয়ে তাদের হুমকিও দেওয়া হয় ৷
স্থানীয় থানায় অভিযোগ দায়ের করার পর নির্যাতিতাদের মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ৷ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ ৩২৩ ও ৩৭৬ ধারায় মামলা রুজু করা হয়েছে। ধর্ষণের ঘটনায় আরও একজন যুক্ত রয়েছে বলে অনুমান পুলিশের ৷ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷