নাবালিকা বাড়িতে গিয়ে তার পরিবারকে বিষয়টি জানালে নাবালিকার মা হাবড়া থানার লিখিত অভিযোগ দায়ের করেন।ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক পলাতক ছিল। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তের নেমে হাবড়া থানার পুলিশ রবিবার বিকেলে গুমা এলাকা থেকে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পক্সো আইনের (POCSO Act) ধারায় হাবড়া থানার পুলিশের পক্ষ থেকে মামলা রুজু করা হয়েছে৷ অভিযুক্তকে বারাসত আদালতে তোলা হয়।পুলিশের পক্ষ থেকে হাবড়া হাসপাতালে নাবালিকার শারীরিক পরীক্ষা সহ আদালতে গোপন জবানবন্দিও নেওয়া হয়েছে৷
advertisement
Location :
First Published :
August 02, 2021 11:53 AM IST
