TRENDING:

যোগীর নির্দেশে উর্দি ছেড়ে ধুতি-পাঞ্জাবিতে পুলিশ !

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বারাণসী: যোগী সরকারের ফতোয়ায় বদলে গেল খোদ পুলিশের পোশাক। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে খাকি উর্দি ছেড়ে ধুতি-পাঞ্জাবিকেই পোশাক হিসেবে বেছে নিতে হল উত্তরপ্রদেশ পুলিশকে। কাশী বিশ্বনাথ মন্দিরে পাহারার দায়িত্বে থাকা পুলিশকর্মীদের উপর এহেন ফরমান জারির পর বিস্মিত সকলে।
advertisement

উত্তরপ্রদেশের অন্যতম বিখ্যাত ও ঐতিহ্যবাহী মন্দির হল কাশী বিশ্বনাথ। বারাণসীর এই মন্দিরে প্রতিদিন লাখখানেক লোকের ভিড় হয়। পুরো মন্দির চত্বরের নিরাপত্তা রক্ষার দায়িত্বে উত্তরপ্রদেশ পুলিশ। এতদিন চেনা খাকি উর্দিতেই তাদের দেখা গেলেও এবার থেকে মন্দির চত্বরে সাদা ধুতি ও হলুদ পাঞ্জাবিতেই দেখা যাচ্ছে পুলিশকর্মীদের।

আরও পড়ুন-  সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে সরাতে জোটবদ্ধ বিরোধীরা

advertisement

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের এহেন নির্দেশের পিছনে কারণ মন্দিরের বহু প্রাচীন রীতি। কাশী বিশ্বনাথ মন্দিরে কোনও পশুর চামড়া বা চামড়াজাত দ্রব্যের প্রবেশ নিষিদ্ধ। অথচ পুলিশের খাকি উর্দির অঙ্গ চামড়ার বেল্ট ও জুতো। এতে মন্দিরের অমর্যাদার প্রশ্ন উঠেছে। তাই নিয়মরক্ষায় পুলিশের পোশাক বদলে ফেলারই সিদ্ধান্ত নেয় প্রশাসন।

আরও পড়ুন- 

রাজ্যে বারে বারে আক্রান্ত পুলিশ, কিন্তু কেন ?

advertisement

মুখ্যমন্ত্রীর নির্দেশই শেষ কথা। তাই তাঁর ফরমানেই খাকি ছেড়ে ধুতি পাঞ্জাবিতে কাশী বিশ্বনাথ মন্দিরে  প্রহরায় রত পুলিশ কর্মীরা ।

বাংলা খবর/ খবর/দেশ/
যোগীর নির্দেশে উর্দি ছেড়ে ধুতি-পাঞ্জাবিতে পুলিশ !