তিনি পুলিশকে নির্দেশ দিয়েছেন যেন দ্রুত কড়া পদক্ষেপ নেওয়া হয় দোষিকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে ৷ দিল্লির পুলিশ অফিসার অশোক তোমারের ছেলে রোহিত সিং তোমার অভিযুক্ত যুবক ৷ তাঁর বিরুদ্ধে ইতিমধ্যে থানায় দুটি অভিযোগ জমা পড়েছে ৷
ঘটনাটি ২ সেপ্টেম্বরের ৷ দিল্লির উত্তমনগরের একটি অফিসে একটি মেয়েকে অবর্ণনীয় ভাবে মারধর করে রোহিত ৷ চুল টেনে ধরে কিল, চড়, ঘুষি মারার পাশাপাশি মেয়েটির গায়ে আঘাত জোরালো করার জন্য তাঁকে কনুই ও হাঁটু দিয়ে বারবার আঘাত করা হয় ৷ ভিডিও যে বা যারা করছে তারা একাধিকবার ছেলেটিকে বলে মেয়েটিকে ছেড়ে দিতে ৷ কিন্তু কেউ একবারও গিয়ে বিষয়টি থামায়নি ৷
advertisement
কেন্দ্রীয় মন্ত্রী এই ভিডিও দেখে টুইটও করেছেন ,‘‘একটি মেয়েকে একটি ছেলে জঘন্য ভাবে মারছে আমি জানতে পেরেছি৷ আমি দিল্লি পুলিশের কমিশনারের সঙ্গে কথা বলেছি এবং তাঁকে দ্রুত কড়া পদক্ষেপ নিতে বলেছি ৷ ’’ এদিকে দিল্লি পুলিশও এই বিষয়ে টুইট করেছে ৷
এদিকে এই কাণ্ডে প্রথম অভিযোগ নিগৃহীতা মেয়েটি করেননি ৷ প্রথম অভিযোগ জানান রোহিতের বাগদত্তা ৷ তিনি এই ভিডিও দেখার পর বিয়েও ভেঙে দেন ৷ এরপর নিগৃহীতা মেয়েটি বৃহস্পতিবার অভিযোগ দায়ের করেন ৷ তিনি রোহিতের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন ৷