এক বুটিকের কর্ণধার অঙ্কিতা বন্দ্যোপাধ্যায় জানান, ” মেয়েদের জন্য রয়েছে ধুতি প্যান, জ্যাম্প স্যুট। রয়েছে গামছা চেক-এর জামা, কুর্তা। পুরুষদের জন্য রয়েছে ধুতি, পাঞ্জাবী এবং বিভিন্ন ধরনের টি-শার্ট। দাম একেবারেই বাজেটের মধ্যে, ৮০০ টাকা থেকে শুরু করে ১৫০০ টাকার মধ্যে।” ব্র্যান্ডেড পোশাকের বাজারে হারিয়ে যেতে বসা বাংলার নিজস্ব শিল্পকে নতুনভাবে বাঁচিয়ে তুলছেন এই সমস্ত ফ্যাশন ডিজাইনার-রা ৷
advertisement
Sarthak Pandit
Location :
Kolkata,West Bengal
First Published :
October 09, 2023 9:29 PM IST