TRENDING:

আসন্ন তিন রাজ্যের বিধানসভা নির্বাচনে মোদি-শাহের জুটিকে হারিয়ে কংগ্রেসের জয় নিশ্চিত: সমীক্ষা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: মধ্যপ্রদেশ, ছত্তিশগঢ় এবং রাজস্থান ৷ এই তিন রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির থেকে বেশ কিছুটা এগিয়ে রয়েছে কংগ্রেস ৷ তবে, বিধানসভা নির্বাচনে কংগ্রেস বিজেপির থেকে বেশ কয়েক নম্বরে এগিয়ে থাকলেও লোকসভা নির্বাচনে মোদি-শাহের বিজয় রথের চাকা রুখতে পারবে না কংগ্রেস ৷ সিভিওটিইআর এবং এবিপি নিউজের সমীক্ষাতে এমন তথ্যই উঠে এসেছে ৷
advertisement

সমীক্ষা থেকে জানা যাচ্ছে, এই তিন রাজ্যের নির্বাচনেই সংখ্যাগরিষ্ঠতা পাবে কংগ্রেস ৷ মধ্যপ্রদেশের ২৩০টি আসনের মধ্যে ১১৭টি আসন, ছত্তিশগঢ়ে ৯০টির মধ্যে ৫৪টি আসন এবং রাজস্থানে ২০০টির মধ্যে ১৩০টি আসনে অনায়াসে জয় ছিনিয়ে নেবে কংগ্রেস ৷ অপরদিকে, এই তিন রাজ্যে যথাক্রমে ১০৬টি, ৩৩টি এবং ৫৭টি আসন হস্তগত করবে বিজেপি ৷ কার্যত এই তিন রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে মোদি ফ্যাক্টর যে একেবারেই কাজ করবে না সেই বিষয়টি নিশ্চিত ৷

advertisement

তবে, লোকসভা নির্বাচনের আগে এই তিন রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল কংগ্রেসের অন্দরে অক্সিজেন যোগাবে ৷ এটি বলাই বাহুল্য ৷ একইসঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপিকে রুখতে পারলে ১৯-র নির্বাচনেও সুবিধা পেতে পারে কংগ্রেস ৷ মহাজোট গঠনের ক্ষেত্রে বিরোধী দলগুলির মধ্যে অগ্রাধিকার পাবে কংগ্রেস ৷

১ জুন থেকে ১০ অগস্টের মধ্যে ৬৫টি লোকসভা কেন্দ্রে ২৭ হাজার ৯৬৮ জন ভোটারকে নিয়ে এই সমীক্ষা হয়েছে । তবে, এই ধরনের সমীক্ষার ফল শেষ পর্যন্ত মেলে না অনেক ক্ষেত্রেই ৷ কিন্তু এই সমীক্ষা থেকেই উঠে আসছে এই তিন রাজ্যের জনসাধারণের কাছে কেন্দ্রে সরকার গঠনের ক্ষেত্রে প্রাধান্য পাচ্ছেন মোদি-শাহ জুটি ৷ আর দ্বিতীয় স্থানে রয়েছে কংগ্রেস ৷

advertisement

রাজস্থানের উপরে যদি নজর রাখা যায়, তবে এই রাজ্য়ে ৫১  শতাংশ ভোটে এগিয়ে থাকবে কংগ্রেস ৷ অন্যদিকে, বিজেপি ৩৭ শতাংশ ভোট পেয়েই থমকে যেতে পারে ৷ পাশাপাশি মধ্যপ্রদেশে কংগ্রেসের ঝুলিতে ৪২ শতাংশ ভোট আসার বিষয়টি একেবারে নিশ্চিত ৷ অন্যদিকে, বিজেপি কমবেশি ৪০ শতাংশ ভোট হস্তগত করতে পারবে ৷ এছাড়া ছত্তিশগঢ়েও খুব বেশি ভোটের ব্যবধান না থাকলেও এগিয়ে রয়েছে কংগ্রেসই ৷ ৪০ শতাংশ ভোটে এগিয়ে থাকবে কংগ্রেস ৷ কিন্তু বিজেপির ঝুলিতে ৩৯ শতাংশের বেশি ভোট পড়বে না ৷ সমীক্ষার পর উঠে এল এমনই তথ্য ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দু’ পাশ দিয়ে বয়ে যাচ্ছে মহানন্দা ও মহিষমারি, মাঝে দাঁড়িয়ে উত্তরবঙ্গের একমাত্র সূর্যমন্দির
আরও দেখুন

সিভিওটিইআর এবং এবিপি নিউজের সমীক্ষার ফলাফলে কার্যত গেরুয়া শিবিরের কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট ৷

বাংলা খবর/ খবর/দেশ/
আসন্ন তিন রাজ্যের বিধানসভা নির্বাচনে মোদি-শাহের জুটিকে হারিয়ে কংগ্রেসের জয় নিশ্চিত: সমীক্ষা