একইসঙ্গে রাজনাথ বলেন, মনুষ্যত্ব কিংবা মানবতাবাদ নয় ! জাতপাতের বিভেদ, ধর্মীয় অনুভতিতে ভর করেই নির্বাচনে জিততে চাইছে কংগ্রেস ৷ রাজনাথ বলেন, কখনও হাঁটুতে ভর দিয়ে বসে কিংবা কখনও দাঁড়িয়েই কোনওরকমে প্রণাম সেরে ঠাকুর-দেবতার প্রতি ভক্তি দেখাচ্ছেন রাহুল ৷ কিন্তু এতদিন তাঁরা কোথায় ছিলেন ? নির্বাচন সামনে এগোতেই এত ভগবান-ভক্তি ?’
advertisement
আরও পড়ুন: কেজরির উপরে হামলার দায় বিজেপির ! দাবি আপের
ইতিমধ্যেই শিবরাজ সিং চৌহান-কে মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে নির্বাচিত করেছে বিজেপি ৷ কিন্তু কংগ্রেসের তরফ থেকে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী কে হবেন ? সেই নিয়ে হাত শিবিরের অন্দরেই দ্বন্দ্ব চরমে ৷ এই প্রসঙ্গে রাজনাথের সহাস্য মন্তব্য, ‘বিবাহের প্রস্তুতি চলছে কিন্তু বর কে ? সেটাই কেউ জানেন না ৷’
advertisement
Location :
First Published :
November 21, 2018 11:51 AM IST