দুর্গাপুজোর অষ্টমীতে কলকাতা সফরে আসছেন রাহুল গান্ধি । প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের আমন্ত্রণে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোতে আসছেন রাহুল গান্ধি ৷ সেই পুজো ঘিরেই এখন রাজনৈতিক চাপানোতর তুঙ্গে ৷ প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রর সঙ্গে দলীয় সংগঠন নিয়ে আলোচনা করতে পারেন তিনি। আলোচনা হতে পারে মহাজোট নিয়েও । এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের ৷
advertisement
আরও পড়ুন: সন্ত্রাস রুখতে একজোট হয়ে লড়বে কেন্দ্র, সাংবাদিক বৈঠকে বললেন রাজনাথ
দিল্লিতে প্রদেশ নেতাদের সঙ্গে বৈঠক করেন কংগ্রেস সভাপতি । বৈঠকে রাজ্যের সাংগঠনিক বিষয়ে আলোচনা হয় । বৈঠকে হাজির ছিলেন অধীর চৌধুরী, আবদুল মান্নানও ৷ লোকসভা ভোটের জোট নিয়েও আলোচনা হয়। সেখানেই পুজোয় শহরে আসার কথা জানান কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ।
সন্তোষ মিত্র স্কোয়ারের কর্তৃপক্ষ সূত্রে খবর, দূর্গাপুজোয় কলকাতা আসছেন রাহুল গান্ধি ৷ সম্ভবত, অষ্টমীর দিন কলকাতায় আসবেন তিনি ৷ কলেজ স্কোয়ারে অষ্টমীর অঞ্জলি দিতে পারেন তিনি । শুধু কলেজ স্কোয়ারে পুজো দেওয়াই নয় ৷ সেখান থেকে বেলুড় মঠে যাওয়ার সম্ভাবনাও রয়েছে ৷