TRENDING:

কলকাতার মাল্টিজিমে অনিয়ম রুখতে অভিযানে পুরসভা

Last Updated:

প্রশিক্ষিত ট্রেনার ছাড়াই চলছে মাল্টি জিম। শরীরচর্চা করতে আসা ছেলেমেয়েদের দেওয়া হচ্ছে স্টেরয়েড। খাওয়ানো হচ্ছে সাপ্লিমেন্টারি ফুড। যার ফল হচ্ছে মারাত্মক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: প্রশিক্ষিত ট্রেনার ছাড়াই চলছে মাল্টি জিম। শরীরচর্চা করতে আসা ছেলেমেয়েদের দেওয়া হচ্ছে স্টেরয়েড। খাওয়ানো হচ্ছে সাপ্লিমেন্টারি ফুড। যার ফল হচ্ছে মারাত্মক। সুস্থ শরীর গড়তে এসে অসুস্থ হয়ে পড়ছেন তাঁরা। কাঠগড়ায় কলকাতার একাধিক জিম। পরিস্থিতি মোকাবিলায় অভিযানে নামার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা।
advertisement

আরও পড়ুন : ভাইরাল নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মৃত বাংলার অনুর্ধ্ব ১৭ ক্রিকেটার পৌষালী পাল

বদলেছে সময়। বদলাচ্ছে লাইফ স্টাইল। নিজেকে সুন্দর করে তুলতে মরিয়া জেন ওয়াই। পেশিবহুল হাত কিংবা মেদহীন কোমর তৈরি করতে তাঁদের ভরসা মাল্টি জিম। এই চাহিদা মেটাতেই মাঠে নেমেছেন এক শ্রেণির ব্যবসায়ী। গজিয়ে উঠছে একের পর এক জিমন্যাশিয়াম। অভিযোগ, অনেক জায়গাতেই প্রশিক্ষিত ট্রেনার বা পরিকাঠামো থাকছে না।

advertisement

চিকিৎসক নন। অভিযোগ, এখন জিম ইন্সট্রাক্টররাই প্রেসক্রাইব করছেন সাপ্লিমেন্টারি ফুড ও স্টেরয়েড। এই ধরনের ঘটনা রুখতে কড়া অবস্থান নিচ্ছে কলকাতা পুরসভা।

আরও পড়ুন : অন্যায় প্রতিরোধের পাশাপাশি মানুষও গড়বে কলকাতা পুলিশ

কিছু অসাধু ব্যবসায়ীর জন্য তাঁদের বদনাম হচ্ছে। এমনটাই মনে করছেন শহরের অধিকাংশ জিম ইন্সট্রাক্টর। চিকি‍ৎসকের পরামর্শ ছাড়া কোনও ওষুধ খাওয়ার পক্ষপাতী নন তাঁরা। একই মত জিমে শরীরচর্চা করতে আসা মানুষজনেরও।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

জিম ইন্সট্রাক্টরের পরামর্শে সাপ্লিমেন্টারি ফুড খেয়ে কয়েক দিন আগেই অসুস্থ হয়ে পড়েন এক যুবক। আপাতত তাঁর চিকিৎসা চলছে। এই ঘটনার পরই শহরের জিমগুলিতে অভিযান চালানোর সিদ্ধান্ত নেয় কলকাতা পুরসভা।

বাংলা খবর/ খবর/কলকাতা/
কলকাতার মাল্টিজিমে অনিয়ম রুখতে অভিযানে পুরসভা