উচ্চমাধ্যমিকে এবার পাশের হার কমেছে। তবে ছাত্রীদের পাশের হার বেড়েছে। ৪৯৬ পেয়ে প্রথম জলপাইগুড়ি জেলা স্কুলের কলাবিভাগের ছাত্র গ্রন্থন সেনগুপ্ত। মাধ্যমিকের মতো উচ্চমাধ্যমিকেও জেলার জয়জয়কার। প্রথম দশে রয়েছেন ৮০ জন। তারমধ্যে কলকাতার মাত্র ১০ জন।
তবে এবছরের সেরা চমক জলপাইগুড়ি জেলা স্কুলের ছাত্র গ্রন্থন সেনগুপ্ত। ৮৯৬ নম্বর পেয়ে উচ্চমাধ্যমিকে প্রথম গ্রন্থন কলাবিভাগের ছাত্র। বিজ্ঞান শাখার পড়ুয়াদের একচেটিয়া র্যাঙ্কিং ভেঙে বহু বছর পর সেরার সেরা কলা বিভাগের ছাত্র। দ্বিতীয় তমলুক হ্যামিলটন হাইস্কুলের ঋত্বিক কুমার সাহা। বিজ্ঞান বিভাগে প্রথম ঋত্বিক।
advertisement
মাধ্যমিকের পর এবার উচ্চমাধ্যমিকেও সাফল্যের নিরিখে এগিয়ে পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর ও কালিম্পঙে পাশের হার ৯০ শতাংশেরও বেশি। পাশের হারে কলকাতা রয়েছে পাঁচ নম্বরে।
উচ্চমাধ্যমিকে পাশের হার
---পূর্ব মেদিনীপুর ৯১.৯৮%
---কালিম্পং ৯১.৬৯%
---পশ্চিম মেদিনীপুর ৮৮.৭৪%
---দক্ষিণ ২৪ পরগনা ৮৭.৭২ %
---কলকাতা ৮৭.৬৮%
পঞ্চম স্থান পেয়ে মেয়েদের মধ্যে যুগ্মভাবে প্রথম যাদবপুর বিদ্যাপীঠের অভ্রদীপ্তা ঘোষ ও রানিবাঁধ হাইস্কুলের অনিমা গড়াই।
এ বছর ২৭ মার্চ থেকে উচ্চমাধ্যমিক শুরু হয়ে চলে ১১ এপ্রিল পর্যন্ত। পরীক্ষার ৫৮ দিনের মাথায় ফলপ্রকাশ হল। এবার পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮ লক্ষ ৪ হাজার ৮৭৫ জন । ২০১৯-এ উচ্চ মাধ্যমিক শুরু হবে ২৬ ফেব্রুয়ারি । শেষ হবে ১৩ মার্চ ।