শেষ পাওয়া খবরে, বন্দুক হাতে সশস্ত্র দুষ্কৃতিরা রতুয়া ১ নম্বর ব্লকের বাহারালের বাখরা প্রাথমিক বিদ্যালয়ের ৭৬ নম্বর বুথে হামলা করে ৷ অভিযোগ বন্দুক, পিস্তল দেখিয়ে ব্যালট বক্স লুঠ করে নিয়ে যায় তারা ৷ লন্ডভন্ড বুথ, নেই কোনও ভোটকর্মী ৷ বুথের বাইরে এখনও সশস্ত্র জমায়েত ৷ আতঙ্কে বুথ ছেড়ে পালান ভোটাররা ৷
advertisement
আরও পড়ুন
এক নজরে দেখে নিন, রাজ্যের কোন কোন বুথে আজ ভোট গ্রহণ
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লাঠিসোটা নিয়ে এগিয়ে আসে বেশ কয়েকজন দুষ্কৃতি ৷ পুলিশের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি অশান্তির জেরে আপাতত ভোট বন্ধ ৷
Location :
First Published :
May 16, 2018 12:04 PM IST