কিছুদিন আগে মহাভারতের যুগে ইন্টারনেট ছিল বলে সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক হয়েছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ৷
এখানেই থেমে থাকেননি তিনি ৷ ‘‘ডায়না হেডেন মিস ওয়ার্ল্ড যোগ্য ছিলেন না ৷ তিনি খেতাব জিতেছিলেন শুধুই বাণিজ্যিক কারণে ৷ ঐশ্বর্য রাই এই খেতাব জিতেছিলেন ৷ উনি এই খেতাবের জন্য উপযুক্ত ৷’’- তাঁর এই মন্তব্য সামনে আসতেই সমালোচনার ঝড় বয়ে গিয়েছে ৷ যদিও এই মন্তব্য করার চব্বিশ ঘণ্টার মধ্যেই ক্ষমাও চেয়ে নিয়েছেন তিনি ৷
advertisement
আবার বেলাগাম মন্তব্যের জেরে খবরের শিরোনামে এলেন বিল্পব দেব ৷ গতকাল সমাবেশে তিনি মন্তব্য করেন, ‘‘সিভিল সার্ভিস পরীক্ষার জন্য মেকানিক্যাল ইঞ্জিয়াররা যোগ্য নন ৷ বরং সিভিল ইঞ্জিনিয়াররাই যোগ্য এই পরীক্ষার ক্ষেত্রে ৷’’ তাঁর আরও বক্তব্য সিভিল ইঞ্জিয়ারদের সমাজ গড়ার ক্ষেত্রে সম্যক জ্ঞান রয়েছে ৷ তাঁর এই বক্তব্য সামনে আসতেই আরও একবার সমালোচনার মুখে পড়তে হয়েছে বিপ্লব দেবকে ৷