জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সোমবার চন্দ্রের দিন । এই দিন সাদা পোশাক পরুন । এই রং আমাদের শরীর ঠান্ডা রাখে, মন শান্ত রাখে ।
আরও পড়ুন: World Emoji Day: দেশ বিদেশের জনপ্রিয় গল্প ইমোজিতে
মঙ্গলবার হনুমানজির দিন । এই দিন গুরুর প্রতি শ্রদ্ধা ও ভক্তি প্রদর্শনের । রামভক্ত হনুমান কপালে কমলা সিঁদুরের তিলক কাটতেন । তাই এইদিনের শুভ রং কমলা ।
advertisement
বুধবার গণেশজির পুজোর দিন । এই দিনের জন্য সবুজ রঙের পোশাক পরা শুভ ।
বৃহস্পতি বার গুরুবার । বৃহস্পতি সবচেয়ে বড় গ্রহ । এর রং হলদেটে । বৃহস্পতি বার মনষ্কামনা পূরণ করতে তাই হলুদ রঙের পোশাক পরুন ।
শুক্রবার সব অশুভশক্তি দমনকারী মা দুর্গার দিন । এই দিন তাই যেকোনও রঙের পোশাক পরাই শুভ ।
বারের নামেই রয়েছে শনিদেবের জন্যই । এই দিন শনিদেবের পুজো করলে যেমন অভীষ্ট ফল লাভ হয়, তেমনই নীল রঙের পোশাক পরলেও ।
রবিবারের নামেও রয়েছে সূর্যদেবের নাম । এই দিন তাই সূর্যদেবের । রবিবার শুভ ফল পেতে গোলাপি রঙের পোশাক পরুন ।