TRENDING:

জেনে নিন সপ্তাহের কোন দিন কোন রঙের পোশাক পরা শুভ

Last Updated:

এই দিন গুরুর প্রতি শ্রদ্ধা ও ভক্তি প্রদর্শনের । রামভক্ত হনুমান কপালে কমলা সিঁদুরের তিলক কাটতেন ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সপ্তাহের প্রতিটা দিন কোনও না কোনও গ্রহ-নক্ষত্রের সঙ্গে সম্পর্কযুক্ত । আর তাই জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সপ্তাহে সাতদিনই শুভ করে তুলতে কিছু নিয়ম মেনে চলা উচিত । এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল রং । সপ্তাহে কোন দিন আপনি কোন রঙের পোশাক পরছেন বা কোন রঙের বস্তু ব্যবহার করছেন তার উপরে দিন কেমন কাটবে তার অনেকটাই নির্ভর করে তোলে ।
advertisement

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সোমবার চন্দ্রের দিন । এই দিন সাদা পোশাক পরুন । এই রং আমাদের শরীর ঠান্ডা রাখে, মন শান্ত রাখে ।

আরও পড়ুন: World Emoji Day: দেশ বিদেশের জনপ্রিয় গল্প ইমোজিতে

মঙ্গলবার হনুমানজির দিন । এই দিন গুরুর প্রতি শ্রদ্ধা ও ভক্তি প্রদর্শনের । রামভক্ত হনুমান কপালে কমলা সিঁদুরের তিলক কাটতেন । তাই এইদিনের শুভ রং কমলা ।

advertisement

বুধবার গণেশজির পুজোর দিন । এই দিনের জন্য সবুজ রঙের পোশাক পরা শুভ ।

বৃহস্পতি বার গুরুবার । বৃহস্পতি সবচেয়ে বড় গ্রহ । এর রং হলদেটে । বৃহস্পতি বার মনষ্কামনা পূরণ করতে তাই হলুদ রঙের পোশাক পরুন ।

শুক্রবার সব অশুভশক্তি দমনকারী মা দুর্গার দিন । এই দিন তাই যেকোনও রঙের পোশাক পরাই শুভ ।

advertisement

বারের নামেই রয়েছে শনিদেবের জন্যই । এই দিন শনিদেবের পুজো করলে যেমন অভীষ্ট ফল লাভ হয়, তেমনই নীল রঙের পোশাক পরলেও ।

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে হঠাৎই একটি ভূতুড়ে বাড়ির খোঁজ মিলল দুর্গাপুর শিল্পাঞ্চলে, ব্যাপারটা কী!
আরও দেখুন

রবিবারের নামেও রয়েছে সূর্যদেবের নাম । এই দিন তাই সূর্যদেবের । রবিবার শুভ ফল পেতে গোলাপি রঙের পোশাক পরুন ।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
জেনে নিন সপ্তাহের কোন দিন কোন রঙের পোশাক পরা শুভ