সুপ্রিম কোর্টের বিচারপতি মদন বি লোকুর হোয়াটসঅ্যাপ, ফেসবুকসহ সোশ্যাল মিডিয়া এবং মাইক্রোসফটকে নির্দেশ দিয়েছিলেন ডেভলপমেন্ট রিপোর্ট জমা দেওয়ার ৷ কিন্তু সেই নির্দেশও অমান্য করেছে সোশ্যাল মিডিয়া ৷ আদালত ১৫ জুনের মধ্যে এই মামলায় সংস্থাগুলিকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ৷
এই বিষয়ে গত ৫ ডিসেম্বর সুপ্রিম কোর্টের পক্ষ থেকে একটি পাঠানো হয়েছিল গুগল, ফেসবুক, ইয়াহু ও মাইক্রোসফট-কে। এদের সোশ্যাল নেটওয়র্কিং সাইটে এবং সার্চ ইঞ্জিনে কেন বিপুল সংখ্যক ধর্ষণের ভিডিও রয়েছে সেই নিয়ে ভারতের শীর্ষ আদালতের কাছে জবাবদিহি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল ৯ জানুয়ারির মধ্যে ৷ সুপ্রিম কোর্টের বিচারপতি এমবি লোকুর এবং বিচারপতি ইউ ইউ ললিতের বেঞ্চ থেকেই এই নোটিশটি পাঠানো হয়েছিল।
advertisement
Location :
First Published :
May 21, 2018 3:48 PM IST