গ্রামবাসীদের অভিযোগ, দু’টাকা কেজি চাল, গম দেওয়ার কথা বলছে রাজ্য সরকার৷ সেখানে এক শ্রেণির অসাধু ডিলার গ্রামের মানুষদের বঞ্চিত করছে৷ এই ক্ষোভে বারবারই অভিযোগ দায়ের করে গ্রামবাসীরা ৷ সেই কারণেই উচ্চপর্যায়ের বৈঠকে করেন মুখ্যমন্ত্রী ৷ সেই বৈঠকেই মিলল রফাসূত্র ৷ চাল সঙ্কট মেটাতে এবার স্বসহায়ক দল ও লোকশিল্পীদের নিয়োগর সিদ্ধান্ত নেওয়া হয় এই মিটিং থেকে। তাদের থেকেই সরাসরি রেশন কেনার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ নিম্নমানের চাল ও আটা দেওয়ার জন্য শোকজ করা হয় একটি ফ্লাওয়ারমিল, একজন ডিস্ট্রিবিউটর ও একজন ডিলারকে ।
advertisement
বিশেষ নজরদারির জন্য জঙ্গলমহলের ২৯ টি ব্লকে ১ জন করে স্পেশাল ইন্সপেক্টর নিয়োগের সিদ্ধান্তের কথা জানানো হয়। ঝাড়গ্রামের ২ টি মহকুমায় ২টি নতুন সাবডিভিশনাল কন্ট্রোলিং অফিস তৈরি করা হচ্ছে। সারা জেলায় নতুন সাতটি গোডাউন তৈরী করা হচ্ছে। এছাড়াও ৩০হাজার মেট্রিকটন ক্ষমতা সম্পন্ন উন্নত প্রযুক্তির আলাদা গোডাউন হওয়ার কথাও জানান ৷