শুধু চিদম্বরমের বাসগৃহই নয়, আরও ১৬টি জায়গায় তল্লাশি চালিয়েছে CBI-এর বিশেষ দল ৷ দিল্লি থেকে চেন্নাই একাধিক জায়গায় CBI হানা দেয় এদিন ৷
সোমবার পিটার-ইন্দ্রাণী-কার্তির বিরুদ্ধে INX মিডিয়ার দায়ের করা FIR-র ভিত্তিতেই এই তল্লাশি ৷
এরপরই এই পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়ে পি চিদম্বরমের মন্তব্য, ‘কেন্দ্রীয় সরকার টার্গেট করছে ৷ আমার ছেলে ও তার বন্ধুদের টার্গেট করছে ৷ CBI ও অন্য এজেন্সির মাধ্যমে এসব করছে ৷ আমার কন্ঠরোধ করতে চাইছে কেন্দ্র ৷ যেমনটা বিরোধী নেতা, সাংবাদিকদের সঙ্গে করছে ৷ তবে আমি সোচ্চার হবই ৷’
advertisement
Location :
First Published :
May 16, 2017 11:31 AM IST