তবে পূর্ণগ্রহণ দেখা যাবে রাত ১.২৫ মিনিটে ৷ গ্রহণ ছাড়বে ভোর ৪ টে নাগাদ ৷
তবে শুধুই ভারত নয়, শতাব্দীর সবচেয়ে দীর্ঘতম গ্রহণটি দেখা যাবে মধ্য প্রাচ্য, মধ্য এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা থেকেও ৷ বিজ্ঞানীরা জানিয়েছেন, এদিন শুধু চন্দ্রগ্রহণই ঘটবে না, বরং মঙ্গলকে আরও স্পষ্টভাবে দেখাও যাবে ৷ এদিনই নাকি মঙ্গল পৃথিবীর সবচেয়ে কাছে আসবে ৷ গ্রহণের রাতে চাঁদ পুরোপুরি পৃথিবীর ছায়ায় ঢাকা পড়লে মঙ্গলকে আরও ভাল ভাবে নজরে পড়বে।
advertisement
Location :
First Published :
July 04, 2018 12:18 PM IST