জানা গিয়েছে, আগামী ৬ মাসের মধ্যে পকসো আইনে নির্দিষ্ট পরিবর্তন আনার জন্য চেষ্টা সংসদে সম্মতি পাওয়ার চেষ্টা চালানো হবে ৷ কাঠুয়া গণধর্ষণকাণ্ডে এখনও তোলপাড় গোটা দেশ। তারই মাধ্যেই গত সপ্তাহে কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী মানেকা গান্ধী বলেছিলেন, শিশুদের ধর্ষণে দোষীদের মৃত্যুদণ্ড হওয়া উচিত। সেই দাবি মেনে পকসো আইনেও বদল আনার প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্রীয় আইন মন্ত্রক।
advertisement
০ থেকে ১২ বছরের শিশুদের যৌন নির্যাতন থেকে রুখতে ২০১২ সালে পকসো আইন প্রণয়ন করা হয়। বর্তমান আইন অনুযায়ী, ১২ বছরের নীচের শিশুকে ধর্ষণে সর্বোচ্চ যাবজ্জীবন থেকে ৭ বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া আছে। এবার তাতেই বদল আনার আর্জি নিয়ে সুপ্রিম কোর্টকে চিঠি দিল কেন্দ্র। কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের দাবি, এই আইনকে অনেক বেশি কঠিন ও কঠোর করা প্রয়োজন। এর ফলে শিশুদের ওপর অত্যাচার চালানোর আগে দু'বার ভাববে অপরাধীরা।