অলোক ভার্মার আপিল ছাড়াও বেশ কয়েকটি দুর্নীতি সংক্রান্ত মামলার শুনানিও আজ করবে সুপ্রিম কোর্ট যেখানে রাকেশ আস্থানা সহ বেশ কয়েকজন সিবিআই আধিকারিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে । প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি এস কে কল ও কেএম জোসেফের ডিভিশন বেঞ্চ এই মামলার রায় দেবে।
মূলত কলেজিয়ামের সিদ্ধান্ত ছাড়া ছুটির নির্দেশ ও সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে তাঁকে ছুটিতে পাঠিয়ে এই বয়ানেই আদালতে আপিল করেছিলেন ভার্মা । নিয়োগ হওয়ার পর সিবিআই কর্তার মেয়াদ হল দুই বছর-এই নির্দেশ সুপ্রিম কোর্টও দেয় কিন্তু এই নিয়মের তোয়াক্কা না করেই অপসারণ করা হয়েছে ভার্মাকে ।
advertisement
সিবিআই কান্ডে ইতিমধ্যেই বিরোধীদের নিশানায় নরেন্দ্র মোদি সরকার । গতকালই এক সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধি বলেছেন নিজেদের দুর্নীতি ঢাকতে আরও এক দুর্নীতির সাহায্য নিয়েছে বিজেপি সরকার। সবমিলিয়ে, আজ সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায় দেশের রাজনৈতিক মহল।