TRENDING:

সোহরাবুদ্দিন শেখ এনকাউন্টার মামলায় ২২ অভিযুক্তই বেকসুর খালাস

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: সোহরাবুদ্দিন শেখ এনকাউন্টার মামলায় ২২ জন অভিযুক্তকেই বেকসুর খালাস করল সিবিআই কোর্ট৷ রায় ঘোষণার পর বিচারক এস জে শর্মা জানান উপযুক্ত প্রমাণের অভাবেই বেকসুর খালাস করা হয়েছে অভিযুক্তদের৷
advertisement

অভিযুক্তদের মধ্যে অধিকাংশই হলেন গুজরাত ও রাজস্থানের জুনিয়র পুলিস অফিসার৷ এই মামলায় সিবিআই মোট ৩৮ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করে৷ তার মধ্যে ১৬ জনকে আগেই বেকসুর ঘোষণা করেছিল আদালত৷ এদের মধ্যে ছিলেন মন্ত্রী অমিত শাহ, গুলাবচাঁদ কাটারিয়া, গুজরাত পুলিসের প্রাক্তন প্রধান পিসি পান্ডে ও সিনিয়র অফিসার ডিজি ভ্যানজারা৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রসঙ্গত, ২০০৫ সালের ২২ নভেম্বর রাতে বাসে মহারাষ্ট্রের সাংলি থেকে হায়দরাবাদ যাওয়ার পথে গুজরাত পুলিসের হাতে অপহৃত হন সোহরাবুদ্দিন, তাঁর স্ত্রী কওসর বাই ও সঙ্গী প্রজাপতি৷ ২৬ নভেম্বর আমেদাবাদের কাছে নকল এনকাউন্টারে মৃত্যু হয় সোহরাবুদ্দিনের৷ তিন দিন পর হত্যা করা হয় তার স্ত্রীকে৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
সোহরাবুদ্দিন শেখ এনকাউন্টার মামলায় ২২ অভিযুক্তই বেকসুর খালাস