সেনা কর্তার দিন কয়েক আগের এই হুঁশিয়ারিই খাতায় কলমে সফল। সময় জায়গা ভারতই বেছে নিয়েছে। সার্জিক্যাল স্ট্রাইকে পাকিস্তানের মাটিতে ভীমবের, হটস্প্রিং ও লিপাসহ আটটি জঙ্গি ঘাঁটিতে ভারতীয় সেনার অভিযান। খতম জঙ্গি। কিন্তু, ভারতের এই সাফল্য প্রথমে মানতেই চায়নি পাকিস্তান।
Location :
First Published :
October 01, 2016 10:50 AM IST