TRENDING:

আর চলবে না বেপরোয়া ড্রাইভিং

Last Updated:

রাতের কলকাতায় দাপিয়ে বেড়ায় বাইক বাহিনী। শহরের একাধিক রাস্তা, উড়ালপুলে চলে গতির প্রতিযোগিতা। দুর্ঘটনা প্রাণ যায়। তাই বাইক বাহিনীর রাশ টানতে রাত দশটার পর পরমা ও AJC বোস রোড ফ্লাইওভারে বাইকে নো এন্ট্রি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রাতের কলকাতায় দাপিয়ে বেড়ায় বাইক বাহিনী। শহরের একাধিক রাস্তা, উড়ালপুলে চলে গতির প্রতিযোগিতা। দুর্ঘটনা প্রাণ যায়। তাই বাইক বাহিনীর রাশ টানতে রাত দশটার পর পরমা ও AJC বোস রোড ফ্লাইওভারে বাইকে নো এন্ট্রি।
advertisement

AJC বোস রোড ফ্লাইওভার, মা উড়ালপুল কিংবা নিউটাউনের রাস্তা। প্রত্যেকদিন চলে বাইক বাহিনীর প্রতিযোগিতা। এবার থেকে আর রাত ১০টার পর পরমা ও AJC বোস রোড ফ্লাইওভারে বাইক চলবে না।

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

পাশাপাশি নেশা করে গাড়ি চালালে রেহাই নেই ৷ নির্দেশের পর থেকেই সক্রিয় রাজ্য ট্রাফিক পুলিশ ৷

বাংলা খবর/ খবর/কার্টুন কর্নার/
আর চলবে না বেপরোয়া ড্রাইভিং