উত্তেজনার পারদ চড়ছে সীমান্তে। রবিবার বিএসএফ সেন্ট্রি ক্যাম্পে হামলা জঙ্গিদের ৷ উরি হামলার পনেরো দিনের মাথায় ফের জঙ্গি নাশকতা। রাতের অন্ধকারে বারামুলায় বিএসএফ ক্যাম্পে জঙ্গিদের এলোপাথাড়ি গুলিতে এক জওয়ানের মৃত্যু হয়েছে। পাল্টা গুলিতে ২ জঙ্গিও মারা যায়। বিএসএফ ক্যাম্পের চারপাশে জনবসতি থাকায় ব্যাপক ফায়ারিংয়ে সমস্যা হয় জওয়ানদের। সেই সুযোগে বাকি ২ জঙ্গি রাতের অন্ধকারে গা ঢাকা দেয়।
advertisement
Location :
First Published :
October 04, 2016 11:01 AM IST