জানা গিয়েছে, ফুড টেস্টিং ল্যাবরেটরিতে ৪০০টি গির গরুর মূত্র পরীক্ষা করানো হয়েছে ৷ এবং তাতে সোনা পাওয়া গিয়েছে ৷
জুনাগড় কৃষি বিশ্ববিদ্যালয়ের বাইয়োটেকনলজি বিভাগের প্রধান ডা: বিএ গোলাকিয়ার নেতৃত্বে এই গবেষণা করা হয়েছিল ৷ গ্যাস ক্রোমাটোগ্রাফি মাস স্পেকটোমেট্রি পদ্ধতিতে ব্যবহার করে গরুর মুত্র পরীক্ষা করা হয়েছে ৷ গবেষণায় এক লিটার মূত্রে পাওয়া গিয়েছে তিন থেকে দশ মিলিগ্রাম পর্যন্ত সোনা ৷ মূ্ত্রে আয়নিক ফর্মে রয়েছে সোনাগুলি ৷ ডা: বিএ গোলাকিয়ার জানিয়েছেন রাসায়ানিক পর্দাথের সাহায্যে গোমূত্র থেকে সোনা উদ্ধার করা সম্ভব ৷
advertisement
সোনা ছাড়াও গরুর মুত্রে পাওয়া গিয়েছে ৫,১০০টি পদার্থ ৷ জুনাগড় কৃষি বিশ্ববিদ্যালয়ের বৈজ্ঞানিকরা দাবি করেছেন এই পদ্ধার্থগুলি স্বাস্থ্যের পক্ষে খুব উপকারি ৷ এর সাহায্যে বেশ কয়েকটি দুরারোগ্য অসুখ সারানো সম্ভব।
এবার বৈজ্ঞানিকদের দল ৩৯ দেশি গরুর মূত্র পরীক্ষা করা হবে ৷ সোনা পাওয়া যায় কি না পরীক্ষা করা হবে ৷