মোদির মন্ত্রীসভায় যোগ হল ১৯টি নতুন মুখ ৷ যাদের মধ্যে ১৩ জনই উত্তরপ্রদেশ থেকে ৷ ২০ বছরে এই প্রথমবার উত্তরপ্রদেশ থেকে ১৩ জন মন্ত্রী হয়েছেন ৷
রাজ্যগুলির পরবর্তী বিধানসভা নির্বাচনের জন্যই মন্ত্রীসভা সম্প্রসারণ ও রদবদল করছে শাসকদল ৷ আসন্ন নির্বাচনে কথা মাথায় রেখেই উত্তরপ্রদেশ থেকে মন্ত্রিসভায় যোগ হয়েছেন একাধিক মুখ বলে ভাবছেন ওয়াকিবহল মহল ৷
advertisement
বর্তমান মন্ত্রীসভায় রয়েছেন মোট ৬৬জন মন্ত্রী ৷ সংবিধান অনুযায়ী, সর্বোচ্চ ৮২জন মন্ত্রীকে নিয়ে গড়া যেতে পারে মন্ত্রীসভা ৷ গত কয়েকমাস ধরেই মন্ত্রীসভার বদল নিয়ে দলীয় সভাপতি অমিত শাহের সঙ্গে জোরদার আলোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
Location :
First Published :
July 09, 2016 10:34 AM IST