এই আজব ভারতে ভোটে লড়তে গেলে জেল বন্দী আসামী হওয়াটা কোনও ব্যাপার নয় ৷ কিন্তু বিচারে নির্দোষ প্রমাণিত হলেও একবার জেলে গেলে সাধারণ মানুষের গায়ে ‘জেল ফেরত’ তকমা লেগে যায় ৷ এই তকমা একবার লেগে গেলে এই সমাজে বাঁচা দুষ্কর ৷ ভোটে জেতার পরে ভারতের ভবিষ্যৎ যাদের হাতে যায়, তারা জেল বন্দী হলেও কিচু এসে যায় না৷ তাই এই আজব ভারতে জেল বন্দী কুখ্যাত আসামীও ভোট লড়তে পারে ৷ তারপর কেউ কেউ বিপুল ভোটে জিতে এসে দেশের শাসকের চেয়ারেও বসে ৷ তাই এমন ভারতের ভাগ্যে কি আছে তা জানতে বিধাতার দরকার পড়ে না ৷
এই আজব ভারতে ভোটে লড়তে গেলে জেল বন্দী আসামী হওয়াটা কোনও ব্যাপার নয় ৷ কিন্তু বিচারে নির্দোষ প্রমাণিত হলেও একবার জেলে গেলে সাধারণ মানুষের গায়ে ‘জেল ফেরত’ তকমা লেগে যায় ৷ এই তকমা একবার লেগে গেলে এই সমাজে বাঁচা দুষ্কর ৷ ভোটে জেতার পরে ভারতের ভবিষ্যৎ যাদের হাতে যায়, তারা জেল বন্দী হলেও কিচু এসে যায় না৷ তাই এই আজব ভারতে জেল বন্দী কুখ্যাত আসামীও ভোট লড়তে পারে ৷ তারপর কেউ কেউ বিপুল ভোটে জিতে এসে দেশের শাসকের চেয়ারেও বসে ৷ তাই এমন ভারতের ভাগ্যে কি আছে তা জানতে বিধাতার দরকার পড়ে না ৷