TRENDING:

উড়তা ইস্যুতে CBFC-কে তোপ আদালতের, নিশ্চিন্তে উড়বে অনুরাগের ‘পঞ্জাব’

Last Updated:

এবার নিশ্চিন্তে উড়বে অনুরাগের ‘পঞ্জাব’ ! উড়তা পঞ্জাব নিয়ে বম্বে হাইকোর্ট কার্যত বকুনি দিল CENTRAL BOARD OF FILM CERFICATE কে। আদালতের নির্দেশে নির্ধারিত দিন অর্থাৎ ১৭ জুনই মুক্তি পাচ্ছে উড়তা পঞ্জাব।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
এবার নিশ্চিন্তে উড়বে অনুরাগের ‘পঞ্জাব’ ! উড়তা পঞ্জাব নিয়ে বম্বে হাইকোর্ট কার্যত বকুনি দিল CENTRAL BOARD OF FILM CERFICATE কে। আদালতের নির্দেশে নির্ধারিত দিন অর্থাৎ ১৭ জুনই মুক্তি পাচ্ছে উড়তা পঞ্জাব।
advertisement

একটিমাত্র দৃশ্যে কাটছাঁট করেই মুক্তি পাচ্ছে অভিষেক চৌবের ছবি।  উড়তা বিতর্কে CBFC-র ভূমিকায় সংস্থার ক্ষমতা ও আইনি এক্তিয়ার নিয়েও প্রশ্ন তুলে দিয়েছে বম্বে হাইকোর্ট।  হাইকোর্ট জানাল, ঠাকুরদা-ঠাকুমার মতো আচরণ না করে বরং যুগের সঙ্গে পা মেলাক CBFC.

৮৯টি দৃশ্য বাদের আবেদন স্রেফ উড়ে গেল।  একটি দৃশ্য বাদ দিয়েই মুক্তি পাচ্ছে উড়াত পঞ্জাব। ছবি মুক্তিতে সবরকম সহযোগিতা করতেও CBFC-কে নির্দেশ দিল বম্বে হাইকোর্ট। ৪৮ ঘণ্টার মধ্যে A সার্টিফিকেটের কপি ছবির নির্মাতাদের হাতে তুলে দেওয়ারও নির্দেশ দিল আদালত।

advertisement

উড়তা পঞ্জাবের ক্ষেত্রে সেন্সর বোর্ড যে নীতিপুলিশের ভূমিকা নিয়েছে তাও স্পষ্ট করে দিয়েছে আদালত। আদালতের এই রায়কে ঐতিহাসিক জয় হিসাবেই দেখছে টিম অনুরাগ কাশ্যপ।

উড়তা পঞ্জাবের মতো বিতর্ক যাতে আর না হয়, তা নিশ্চিত করারও নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অতীতকে ফিরিয়ে আনতে চাইলেও সেটা সম্ভব নয়। সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়াও সম্ভব নয়।

advertisement

বাংলা খবর/ খবর/কার্টুন কর্নার/
উড়তা ইস্যুতে CBFC-কে তোপ আদালতের, নিশ্চিন্তে উড়বে অনুরাগের ‘পঞ্জাব’