TRENDING:

এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ !

Last Updated:

দেখুন দেখি কী কাণ্ড ৷ এ যেন দুনীর্তিতে কে বড় তা নিয়ে লড়াই ৷ একদিকে কংগ্রেস, আরেকদিকে মোদি সরকার ৷ ব্যস, আর কি চাই ৷ তুফান উঠল সংসদে ৷ ঝড় তুললেন রাহুল গান্ধি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দেখুন দেখি কী কাণ্ড ৷ এ যেন দুনীর্তিতে কে বড় তা নিয়ে লড়াই ৷ একদিকে কংগ্রেস, আরেকদিকে মোদি সরকার ৷ ব্যস, আর কি চাই ৷ তুফান উঠল সংসদে ৷ ঝড় তুললেন রাহুল গান্ধি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বিয়ার ব্যারন বিজয় মালিয়াকে সঙ্গে নিয়ে দুনীর্তির পরিমাপে সংসদে তুমুল কাণ্ড ঘটালেন রাহুল ও মোদি ৷ বচসা শুরু করলেন রাহুল গান্ধিই প্রথম ৷ বিজয় মালিয়াকে টেনে, দুনীর্তিগ্রস্ত সরকার হিসেবে নামাঙ্কিত করলেন মোদি সরকারকে ৷ সংসদে মোদিকে টার্গেট করে স্পষ্টই বলে উঠলেন, ঠগবাজ এক সাংসদ পুষেছে বিজেপি ! তক্কে তক্কে ছিলেন মোদি ৷ সুযোগ পেতেই, গুছিয়ে দিলেন রাহুলকে জবাব ৷ উঠল বোফর্স প্রসঙ্গ ৷ পুরনো কাসুন্দি ঘেঁটে ঘেঁটে মোদি টেনে নিয়ে আসলেন কংগ্রেস জমানার দুনীর্তির খতিয়ান ৷ আর সব শুনে রাহুল চুপ ! মোদিও অবশ্য থামলেন জলদি ৷ যদি ফসকে নিজের ঝুলি থেকেই বেরিয়ে পড়ে কেউটে সাপ !
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন
বাংলা খবর/ খবর/কার্টুন কর্নার/
এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ !