TRENDING:

প্রমাণের অভাবে ছাড়া পাচ্ছে জঙ্গি অথচ জেলে বন্দি হাজার হাজার নির্দোষ ভারতীয়

Last Updated:

প্রমাণ পেলে তবেই তদন্ত হবে জঙ্গি যোগের ৷ এই অজুহাতে ছাড়া পেয়ে যাচ্ছে একের পর এক জঙ্গি ৷ তথ্য বলছে, রাজনাথের জমানায় ১০ জন সন্দেহভাজন জঙ্গি ছাড়া পেয়েছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
প্রমাণ পেলে তবেই তদন্ত হবে জঙ্গি যোগের ৷ এই অজুহাতে ছাড়া পেয়ে যাচ্ছে একের পর এক জঙ্গি ৷ তথ্য বলছে, রাজনাথের জমানায় ১০ জন সন্দেহভাজন জঙ্গি ছাড়া পেয়েছে ৷
advertisement

অথচ, বিচারের সুযোগ না পেয়ে  ভারতীয় জেলে পচে মরছে হাজার হাজার নির্দোষ মানুষ ৷ তাদের কথা সরকার কবে ভাববে এই প্রশ্নই সরকারের কাছে করছে সাধারণ মানুষ ৷ এদিকে, শুধু মাত্র প্রমাণ নেই বলেই তথ্য থাকা সত্ত্বেও ছাড়া পেয়ে যাচ্ছে জঙ্গিরা ৷

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

উদাহরণস্বরূপ,পাঠানকোট হামলার কথা বলা যেতেই পারে ৷ যাতে সরাসরি পাক যোগের তথ্য থাকা সত্ত্বেও কোনও প্রমাণ পায়নি NIA ৷

advertisement

বাংলা খবর/ খবর/কার্টুন কর্নার/
প্রমাণের অভাবে ছাড়া পাচ্ছে জঙ্গি অথচ জেলে বন্দি হাজার হাজার নির্দোষ ভারতীয়