TRENDING:

মোদির আচ্ছে দিনে লাগামছাড়া দামে বেসামাল মধ্যবিত্তের সংসার

Last Updated:

মোদির আচ্ছে দিনে বেসামাল মধ্যবিত্তের সংসার। কলেজ পড়ুয়া থেকে ব্যবসায়ী, সার্ভিস ম্যান থেকে অবসরপ্রাপ্ত কর্মী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মোদির আচ্ছে দিনে বেসামাল মধ্যবিত্তের সংসার। কলেজ পড়ুয়া থেকে ব্যবসায়ী, সার্ভিস ম্যান থেকে অবসরপ্রাপ্ত কর্মী। পেট্রোল-ডিজেলসহ জিনিসের মূল্যবৃদ্ধিতে নাজেহাল সবাই। পরিষেবা কর ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ায় বাজেটে টান পড়েছে আম আদমির।
advertisement

আমোদ-প্রমোদের দিন এবার গেল বলে ৷ বুধবার মানে পয়লা জুন থেকে বাড়তে চলেছে জিনিসপত্রের দাম ৷ এবারের বাজেটে পরিষেবা করের লিস্টে যুক্ত হওয়া নতুন কৃষি কল্যাণ সেসের কারণে খরচ আরও ০.৫ শতাংশ হারে বাড়তে চলেছে ৷

এবছরের বাজেটে অর্থমন্ত্রী অরুণ জেটলি কৃষি ক্ষেত্রের উন্নতির জন্য কৃষি কল্যাণ সেস চালু করার প্রস্তাব দিয়েছিলেন ৷ একই সঙ্গে বাজেটে পরিষেবা কর এক ধাক্কায় ১৪ শতাংশ করে দেওয়া হয় ৷ ফলে পয়লা জুন থেকে এক লাফে খরচ অনেকটাই বাড়তে চলেছে ৷ কর যোগ্য সমস্ত পরিষেবায় বুধবার থেকে লাগু হতে চলেছে এই কর ৷ এর জেরে টিভি দেখা, ট্রেন বা প্লেনে ঘোরা, সিনেমা দেখা, রেস্তোরাঁয় খাওয়া, চিকিৎসা পরিষেবা, ফোনের বিলে বাড়তে চলেছে খরচ ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

বর্তমানে স্বচ্ছ ভারত সেস যুক্ত হওয়ার পর পরিষেবা কর দাঁড়িয়েছিল ১৪.০৫ শতাংশ ৷ বুধবার থেকে কৃষি কল্যাণ সেস যুক্ত হওয়ার পর তা দাঁড়াবে ১৫ শতাংশ ৷ অর্থাৎ জুন থেকে মধ্যবিত্তের পকেটে পড়তে চলেছে করের খাঁড়া ৷ যার সৌজন্যে পয়লা থেকেই ভরা পকেট আরও দ্রুত গতিতে খালি হওয়ার পথে এগোবে ৷

advertisement

বাংলা খবর/ খবর/কার্টুন কর্নার/
মোদির আচ্ছে দিনে লাগামছাড়া দামে বেসামাল মধ্যবিত্তের সংসার