TRENDING:

এঁদের টাকা কেড়ে নাও, সাপও মরবে, লাঠিও ভাঙবে না

Last Updated:

কালো টাকা নিয়ন্ত্রণ করতে বহুদিন ধরেই প্রচেষ্টা চালানো হচ্ছে ৷ কিন্তু তা কতটা বাস্তব সম্মত ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কালো টাকা নিয়ন্ত্রণ করতে বহুদিন ধরেই প্রচেষ্টা চালানো হচ্ছে ৷ কিন্তু তা কতটা বাস্তব সম্মত ৷ এর চেয়ে বোধহয় এদের টাকা না দেওয়াই বোধহয় ভাল, মনে করছে সাধারণ মানুষ৷
advertisement

ভোটের পর বিধানসভায় নির্বাচনী সংস্কারের পক্ষে জোরালো সওয়াল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক কেন্দ্রীয় কমিটি যে সুপারিশ দিয়েছে, তার সঙ্গে সঙ্গতি রেখেই সরকারি অর্থ বরাদ্দের দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের।

তাঁর দাবি, নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলিকে প্রচারের জন্য টাকা দিক। তা হলে প্রচারে কালো টাকা ব্যবহারের প্রবণতা কমবে।

ভোটের নামে কালো টাকাকে সাদা করার পদ্ধতি চলে আসছে একের পর এক নির্বাচনে। ১৯৯৮-এ ইন্দ্রজিৎ গুপ্ত কমিটি প্রচারের জন্য আংশিক অর্থ বরাদ্দের কথা বলে। নির্দলদের এর আওতায় রাখা হয়নি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

গত বছর আইন কমিশনের রিপোর্টে বলা হয়, দেশের আর্থিক অবস্থার কথা বিবেচনা করে অর্থ বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া উচিত। নির্বাচনে সরকারি অর্থ বরাদ্দ নিয়ে ভাবনাচিন্তা নতুন নয়। একাধিক কমিটি নির্বাচনে অসাধু উৎসের টাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। কিন্তু, ভোট মরশুমে কালো টাকা সাদা করার প্রক্রিয়ায় লাগাম টানা কি সম্ভব হবে।

বাংলা খবর/ খবর/কার্টুন কর্নার/
এঁদের টাকা কেড়ে নাও, সাপও মরবে, লাঠিও ভাঙবে না